Master the Bold topic of English

One of the most important topic of English that covers almost of the basic 



In this series post i will be talking about Gerund, Participle,Infinitive  as far as I can . 
So let's start

GERUND


Definition of gerund: "A gerund is a noun that is formed from a verbending in “ing.”  A gerund always ends with “-ing.” A gerund is always a noun. A gerund can function in any way a noun can function."


অর্থাৎ gerund হচ্ছে এমন এক প্রকার শব্দ যাদের উৎপত্তি হয় verb থেকে । আরো স্পেসিফিক করে বললে বলা যায় Verb+ing= gerund [Participle ও তো একই রকম , তাই না? I'm gonna explain it]। Gerund এর কাজ হচ্ছে হুবহু  Noun এর মতো। তাহলে তো এটাকে আমরা Noun ই বলতে পারতাম, gerund বলার কি দরকার? হুম ! নিশ্চয় এখানে বিশেষ কিছু আছে। 


চলো কিছু উদাহরন দেখে নেই -

Communicate(verb) - যোগাযোগ করা - Okay bro, I'll communicate with you soon 
Communication(Noun)- যোগাযোগ (বিশেষ্য) - We have no communication between us.
Communicating {communicate+ing}(Gerund)Nowadays Communicating with friends and family becomes easier because of technology.


Now see, According to definition, Noun যেভাবে কাজ করে Gerund ও সেভাবে কাজ করে। তাহলে আমরা  শেষের বাক্যটি তে Communication ব্যবহার না করে Communicating কেন ব্যবহার করেছি?  
কারণ হচ্ছে Gerund শুধুমাত্র Noun হিসেবে নয়, একই সাথে verb এর কাজ ও করে থাকে। অর্থাৎ  Gerund is something that can act as Noun & Verb at a time. But we can not call it a Noun or 
verb. Gerund is gerund.


Let's discuss some more examples -

1. Walking is a good exercise for everyone.
2. I love walking 

দুটো বাক্যেই Walking word টি gerund.কারণ প্রথম বাক্যে Walking subject এবং শেষ বাক্যে object হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি Subject & object সবসময় Noun হয়। তাই স্বভাবতই এরা এখানে gerund .

Now let's see, এই gerund আমাদের স্কুল কলেজের ইংরেজি গ্রামারের কতটুকু ব্যাসিক কভার করেঃ


১। যারা এই পোস্ট টি পড়ছি সবাই অবশ্যই Preposition সম্পর্কে জানি। আর সাথে এটাও জানি Preposition এর পর সাধারণত  একটি  word থাকলে সেটি Noun হয়। ( অনেকের মতে to ব্যাতীত । আসলে এই to , preposition এর to না। এটা Infinitive to. Preposition এর To হলে অবশ্যই তারপর Noun হবে. I will be talking on this later of this post) 

now read the examples given below:

 a) After reaching home, I started reading.


এই বাক্যটি তে আমরা ৪ টা শব্দে ফোকাস করব- After, reaching, Started, reading. চারটি শব্দের মধ্যে এই বাক্যে কেবল Started শব্দটিই  finite verb  বা সমাপিকা ক্রিয়া। আর After হচ্ছে  preposition আমরা সবাই ই জানি । বাকি দুটো হচ্ছে  reaching,reading  যেগুলো non-finite বা অসমাপিকা ক্রিয়া।
( non-finite verb হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না। যেমনঃ I reading. I reaching. কোনো  meaning নাই ) 

আর  reading word  টি ও gerund, কারণ Started (past form of start) এই বাক্যের Finite verb, আর একটি বাক্যে একটিই Finite verb থাকে সাধারণত। তাই এরপর  অন্য কোনো verb থাকলে সেটির রূপ (form)পরিবর্তন করে (gerund, participle,infinitive or something else)  ব্যবহার করতে হয়। এখানে Reading word টি Noun (কাজের নাম এবং একই সাথে কাজ) এর কাজ করেছে । তাই এটি  gerund. কিছু উদাহরণ দেখা যাক:

- I love communicating with people.


এখানে Love হচ্ছে বাক্যটির finite verb, তাই  Communicate কে পরিবর্তন করে communicating করা হয়েছে। তাই এখানে Communicating শব্দটি gerund.এবং এই বাক্যে এটি একটি Non-finite verb. কারণ আমি যদি বলি "I communicating with people " তাহলে এটি অর্থবোধক হবে না। আশা করি বুঝতে কষ্ট হচ্ছে না । ( তবে আমার একটু কষ্ট হচ্ছে মাথার ভিতরের কথাগুলো কে লেখায় রুপান্তর করতে) 

এখন তাহলে এত বেশি না পেঁচিয়ে, এই gerund সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের কি লাভ হলো সেটা বলি । ( আমরা ছোট বেলা থেকেই এগুলো ব্যবহার করে আসছি । কিন্ত "কারণ" না জেনেই ব্যবহার করেছিলাম। তাই অনেকের মধ্যেই ইংরেজির একটা ভীতি রয়ে যায়। আসলে এটা আমাদের স্কুল কলেজের সিস্টেমের দোষ । আমাদের দোষ না)

- Gerund ভালো করে বুঝলে Right form of verb নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না । 
[I love______(do) exercise in morning] gap এর মধ্যে doing /(to do - নেক্সট পার্ট এ আলোচনা করব ) হবে এবং কেন হবে সেটা আমরা জানি। 
[ _____(swim) is a good exercise] gap এর মধ্যে Swimming হবে। কেন হবে এর কারণ আমরা জানি । 

- Parts of speech , gap filling , preposition এ আমাদের কোনো সমস্যা হবে না 

- বিভিন্ন Competitive exam, admission test এ এরকম অনেক প্রশ্ন থাকে 

..... To be continued .............










Coming soon.


Coming soon.

Post a Comment

Previous Post Next Post